সোমালিয়া সংবাদ, আরামবাগ: হঠাৎ আগুন লাগার পর কি কি করনীয় তা নিয়ে এক সচেতনতা কর্মসূচি করলেন আরামবাগ দমকল কেন্দ্রের আধিকারিকরা। আরামবাগ মহকুমা শাসকের কার্যালয় চত্বরে মঙ্গলবার সাধারন মানুষের সামনে হাতে-কলমে তা করে দেখানো হয়। এখানে উপস্থিত ছিলেন আরামবাগ দমকল কেন্দ্রের ওসি পিনাকি দাস সহ অন্যান্য আধিকারিকগন। বর্তমানে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিক করে বা ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে থাকে। সেক্ষেত্রে কিভাবে দ্রুত গ্যাস সিলিন্ডার নেভানো যাবে এবং আগুন প্রতিরোধ করা সম্ভব তা তাঁরা নিজেরা হাতে করে দেখান। আগুন নেভানোর ক্ষেত্রে কি কি জিনিস ব্যবহার করতে হবে তাও তাঁরা তুলে ধরেন। এছাড়া অন্য কোনভাবে আগুন ধরে গেলে কিভাবে অগ্নিনির্বাপক সিলেন্ডার ব্যবহার করতে হবে সেব্যাপারেও তাঁরা প্রশিক্ষণ দেন। এদিন আরামবাগ দমকল কেন্দ্রের ওসি পিনাকি দাস বলেন, আগুন লাগার পর প্রাথমিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত দমকল কেন্দ্রে খবর দিতে হবে। এছাড়া যে নম্বর থেকে ফোন করা হবে সেই নম্বরটি যেন সেই মুহূর্তে অন্য কোন কাজে ব্যবহার না করা হয়। কারণ দ্রুত পৌঁছানোর জন্য ওই নম্বরের মাধ্যমে দিকনির্দেশ জানা অত্যন্ত জরুরী।
এ প্রসঙ্গে উল্লেখ্য, মঙ্গলবার আরামবাগের গোলতা এলাকায় দুটি ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শীতলা মাতা পুজো উপলক্ষে বাজি ফাটানোর সময় একটিতে ঘরের গাদা ও অন্যটিতে জঙ্গলে আগুন লেগে যায়। যদিও দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
অন্যদিকে মঙ্গলবার গোঘাটের শুনিয়া সাঁওতালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে জঙ্গলে আগুন না লাগানোর ব্যাপারে এক সচেতনতা শিবির করেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকার সমাজকর্মী রামপ্রসাদ নস্কর। কোনভাবেই যে জঙ্গলে আগুন লাগানো যাবে না তা তিনি স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে বোঝান।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি