সোমালিয়া সংবাদ, হাওড়া: হাওড়া রেল স্টেশন থেকে প্রায় কয়েক কোটি টাকার সোনা রুপো ও নগদ টাকা উদ্ধার। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে রেল পুলিশ। ধৃতের নাম প্রদীপ কুমার মাহাতো। রেল পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি নাকি পুরুলিয়া জেলার ঝালদা ব্লকের মারু এলাকার বাসিন্দা। গোপন সুত্রে খবর পেয়ে এই অভিযান চালায় রেল পুলিশ। এদিন হাওড়া স্টেশনে তল্লাশি চালানোর সময় দুটি ব্যাগ থেকে মোট এক কোটি মূল্যের নগদ সহ সোনা, রুপা আটক করে রেলপুলিশ। জিজ্ঞাসাবাদে উপযুক্ত প্রমাণপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়।এরপর আরপিএফের থেকে শুল্ক দফতরের আধিকারিকদের জানান হয়। কলকাতার শুল্ক সুপারিটেনডেন্ট বি.কে. সিং-এর তত্ত্বাবধানে শুল্ক আধিকারিক আসার পর, সমস্ত উপকরণ এবং নগদ সহ আটক ব্যক্তিকে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শুল্ক আধিকারিককে হস্তান্তর করা হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক