October 6, 2025

পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা বাড়তে চলেছে, মন্ত্রীসভায় সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা বাড়তে চলেছে, মন্ত্রীসভায় সিদ্ধান্ত, সোমালিয়া সংবাদ ঃ কলকাতাসোমালিয়া সংবাদ, কলকাতা: অবশেষে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা বাড়তে চলেছে। তবে মন্ত্রী সভায় নাকি সিদ্ধান্ত হলেও সরকারি ভাবে ঘোষনা এখবও বাকী আছে। যদিও কোন-কোন জেলা ভেঙে নতুন জেলা গঠিত হবে তা এখনও স্পষ্ট করেনি নবান্ন। তবে রাজ্য প্রশাসন সূত্রে খবর, জেলা ভেঙে নতুন জেলা গঠনের তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং হুগলি। তবে বর্তমানে মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনা জেলা ভাঙার সম্ভাবনা প্রবল বলে রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন।নতুন জেলা গঠিত হলে আইন-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রশাসনের সুবিধা হবে এবং সাধারণ মানুষেরও সরকারি পরিষেবা দ্রুত পাবেন।এমনটাই মত বুদ্ধিজীবিদের।প্রশাসন সুত্রে জানা গেছে ,রাজ্যে ক্রমাগত ঘটে চলা খুন, ধর্ষণের ঘটনায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। জেলা বিভক্ত হলে প্রতিটি জায়গায় আরও পুলিশি নজরদারি বাড়ানো সম্ভব হবে এবং তার ফলে আইন-শৃঙ্খলা বজায় রাখাও সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমানে রাজ্যে মোট ২৩টি জেলা রয়েছে। পূর্বতন বামফ্রণ্ট জমানায় ২৪ পরগনা, মেদিনীপুর ও পশ্চিম দিনাজপুর ভেঙে নতুন জেলা গঠিত হয়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে বর্ধমান, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর ও দার্জিলিং ভেঙে নতুন জেলা তৈরি করেন।সবমিলিয়ে নতুন জেলা তৈরির যে সুবিধা রয়েছে তা মানছেন সরকারি আধিকারিকদের একাংশ।

Loading