October 5, 2025

বুকিংয়ের আধ ঘণ্টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে রান্নার গ্যাস

সোমালিয়া সংবাদ, আরামবাগ: রান্নার গ্যাস নিয়ে গৃহবধূ তথা রাঁধুনিদের টেনশনের শেষ থাকে না। বিশেষ করে গ্যাস ফুরিয়ে যাওয়ার সময় যত এগিয়ে আসে সেই টেনশন ততই বাড়তে থাকে। কখন যে সিলেন্ডার শেষ হয়ে যাবে সেই আতঙ্ক মনের মধ্যে কাজ করে।

বাড়িতে ডবল সিলিন্ডার থাকলে ভাল। পাল্টানোর ঝামেলা যতই থাক, অন্তত নতুন সিলেন্ডার লাগিয়ে রান্নার কাজ শেষ করা যাবে। কিন্তু যাদের একটিমাত্র গ্যাস সিলিন্ডার তাদের সমস্যার শেষ নেই। রান্না স্থগিত রেখে এপাশের বাড়িতে ওপাশের বাড়িতে নতুন সিলিন্ডারের খোঁজে ছোটাছুটি করতে হয়। কারণ সিলেন্ডার একটা হওয়ায় আগে থেকে গ্যাস বুক করে রাখার উপায় থাকে না। আর সিলিন্ডারের গ্যাস শেষ হলে তারপর গ্যাস বুক করার ক’দিন পরে গ্যাস  বাড়িতে এসে পৌঁছাবে সে ব্যাপারেও কোন নিশ্চয়তা থাকে না। কিন্তু রাঁধুনিদের সেই আতঙ্কের দিন এবার বোধহয় শেষ হতে চলেছে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, এবার আইওসি তৎকল পরিষেবা চালু করতে চলেছে। তাদের কথা অনুযায়ী, এই পরিষেবা শুরু করার জন্য কাজ চলছে। আর তা প্রায়  শেষের দিকে।

সবকিছু ঠিকঠাক চললে আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই গ্যাস পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তৎকল ব্যবস্থা চালু হয়ে যাবে। আইওসি আধিকারিকদের কথা অনুযায়ী, যাদের বাড়িতে রান্নার জন্য একটিমাত্র গ্যাস সিলিন্ডার আছে তাদের অসুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে আলাদা করে একটি চার্জ দিতে হবে। যদিও সেই চার্জ কত তা এখনও স্থির করা হয়নি বলে জানা গেছে। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে কোন্ শহর বা জেলা থেকে তারা এই পরিষেবা প্রদান শুরু করতে চায়। সে ব্যাপারে তথ্য জানাতে বলা হয়েছে।  জানা গেছে, তৎকল পরিষেবায় রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার পর আধঘণ্টার মধ্যেই গ্যাস সিলেন্ডার বাড়িতে পৌঁছে যাবে। ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা ৪৫ মিনিট রাখা হয়েছে। তাই এই পরিষেবা চালু হয়ে গেলে  গ্রাহকরা যে সত্যিই খুব উপকৃত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

Loading