সোমালিয়া সংবাদ, আরামবাগ: বৃহস্পতিবার আরামবাগ ও গোঘাটে দুটি পৃথক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আহত হয়েছেন আরও দু’জন। এদিন সকালে আরামবাগ শহরের নেতাজি মোড়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃতের নাম আমিনা হোসেন। বাড়ি আরামবাগের মুথাডাঙ্গা বাজারে। জানা গেছে, তিনি তাঁর আত্মীয় নিশান হোসেনের বাইকে চড়ে আরামবাগ মহকুমা আদালতে যাচ্ছিলেন। আরামবাগ নেতাজি মোড়ের কাছে বাইকটি পিছলে গিয়ে উল্টে যায়। রাস্তার উপর ছিটকে পড়েন দু’জনেই। তখন একটি চলন্ত লরি আমিনাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা দু’জনকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা আমিনাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে উল্লেখ্য, আমিনার স্বামী কাজী রিয়াদ হোসেন মায়াপুর হিফজুল কোরান ও সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক। তাঁদের দুটি নাবালিকা মেয়ে রয়েছে। তাঁর শ্বশুর বিশিষ্ট চিকিৎসক কাজী আয়ুব হোসেন এদিন আদালত চত্বরে তাঁদের জন্য অপেক্ষা করছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে এদিন বিকেলে গোঘাটের পচাখালিতে আরামবাগ- কামারপুকুর সাত নম্বর রাজ্য সড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক আরোহী আরামবাগ থেকে কামারপুকুরের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে বাসটি কামারপুকুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। এই ঘটনায় ওই বাইক আরোহী রাস্তার ধারের নয়ানজুলিতে ছিটকে পড়েন। ভেঙ্গে গুঁড়িয়ে যায় তাঁর বাইকটি। স্থানীয় মানুষ তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। এরপর পুলিশের গাড়িতে করেই তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি