সোমালিয়া সংবাদ, গোঘাট: আধুনিক সভ্যতার বিকাশ যত ঘটছে ততই সংকটের মুখোমুখি হচ্ছে পরিবেশ। আর সেই পরিবেশের অন্যতম প্রধান অংশ হল সবুজ গাছগাছালি। কিন্তু আধুনিক মানুষ শিক্ষা-দীক্ষায় যতই আধুনিক হোক বাস্তবে তার বহিঃপ্রকাশ খুব কমই দেখা যাচ্ছে। আর তাই রাস্তার দুদিকে তাকালে দেখা যাবে গাছে গাছে অমানবিক বিজ্ঞাপনের ছড়াছড়ি। একই গাছে হাত ধরাধরি করে অসংখ্য বিজ্ঞাপন অবস্থান করছে।
আর সেগুলি আটকানো আছে গাছের শরীরে পেরেক ঢুকিয়ে। চরমে অমানবিকতার নিদর্শন। বর্তমানে অবশ্য এসব আমাদের চোখ সওয়া হয়ে গেছে। কিন্তু যাঁরা পরিবেশ নিয়ে ভাবেন, গাছগাছালিকে ভালোবাসেন এইসব দৃশ্য থেকে তাঁদের বুক ফেটে যায়, আর্তনাদ করে ওঠে হৃদয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে কি একটু মানবিক হওয়া যায় না? যাঁরা বিজ্ঞাপন দেন অর্থাৎ বিজ্ঞাপনের মালিক পক্ষ, তাঁরা কেউই কিন্তু নিরক্ষর নন। বরং বলা চলে অনেক বেশি শিক্ষিত, উচ্চশিক্ষিত। কারণ বিজ্ঞাপনে দেখা যায় কোন প্রথিতযশা চিকিৎসক বা শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। আর যাঁরা ব্যবসায়িক বিজ্ঞাপন দেন তাঁদেরও পড়াশোনা কম নয়। তবুও তাঁরা গাছেদের প্রতি নিষ্ঠুর হতে এতটুকু দ্বিধা করেন না। গাছেরও যে প্রাণ আছে একবারের জন্যও তাঁদের সেকথা মনে হয় না। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বেঁচে থাকলে হয়তো এইসব দৃশ্য দেখে যন্ত্রণায় মরে যেতেন। যেমনটি এখন হচ্ছে বৃক্ষপ্রেমীদের। এমনই একজন হলেন গোঘাটের বৃক্ষবন্ধু অসিত মুখার্জী। তাই তিনি বারেবারেই এই গাছগাছালিদের বাঁচিয়ে তুলতে সরব হন, পথে নামেন। নিজের উদ্যোগে বৃক্ষরোপণেরও আয়োজন করেন। বুধবার বিকেলে সেই দৃশ্য দেখা গেল গোঘাট থেকে কামারপুকুরের পথে।
তিনি তাঁর সঙ্গী হিসেবে পেয়েছিলেন গোপাল মল্লিক, তপন বিশ্বাস, স্বপন ঘোষ, অতনু ঘোষদের। তাঁরা একযোগে মই নিয়ে গাছে গাছে উঠে ওই সমস্ত পেরেক খুললেন। পাশাপাশি সাধারণ মানুষকে আবেদন জানালেন, এভাবে অমানবিক বিজ্ঞাপন দেওয়ার সময় তাঁরাও যেন প্রতিবাদ করেন, রুখে দাঁড়ান। অসিতবাবু বললেন, বিজ্ঞাপন যদি দিতেই হয় তাহলে দড়ি বেঁধে বা অন্য কোনোভাবে বিজ্ঞাপন দেওয়া হোক। এভাবে গাছের মধ্যে ঢুকিয়ে নয়, তিনি জানালেন পেরেক ঢুকিয়ে বিজ্ঞাপন দিলে গাছেরা ক্যান্সারের মতো বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাদের আয়ু অনেক কমে যায়। যে গাছের বাঁচার কথা ৩০০ বছর, ৩০ বছরেই সেই গাছ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই তাঁর আবেদন, সবাই যেন গাছেদের প্রতি একটু মানবিক হয়ে ওঠেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি