October 5, 2025

চাকরির খোঁজে গিয়ে প্রতারণা চক্রের শিকার তারকেশ্বরের তরুণী

 সোমালিয়া সংবাদ, শ্রীরামপুর: চাকরির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে প্রতারিত হলেন তারকেশ্বরের দশঘড়ার এক তরুণী। একটি বিজ্ঞাপন দেখে তিনি শ্রীরামপুরে গিয়েছিলেন।  অফিসের নিচে পিয়ন তাঁকে ফোনটি জমা রেখে উপরে অফিসে যেতে বলেন। উপরে গিয়ে দেখেন কোন অফিস নেই। নিচে এসে দেখেন পিয়ন ফোন নিয়ে চম্পট দিয়েছে।  জানা গেছে , হুগলি জেলার তারকেশ্বরের দশঘরা এলাকার বাসিন্দা ওই তরুণীর নাম সুলতানা খাতুন। মধ্যবিত্ত পরিবার থেকে বড় হওয়া ওই তরুণীর একটি চাকরির প্রয়োজন ছিল। আর সেই চাকরির খোঁজ করতে গিয়ে রেলস্টেশনে ট্রাভেল এজেন্সিতে চাকরি দেওয়ার বিজ্ঞাপন দেখেন তাঁর এক আত্মীয়। সেই আত্মীয় বিষয়টি জানান সুলতানাকে। এরপর চাকরি পাওয়ার আশায় ফোন করেই কাল হল সুলতানার।বিজ্ঞাপনের ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করা হলে ট্রাভেল এজেন্সিতে চাকরি দেওয়ার নামে তরুণীকে তারকেশ্বর থেকে শ্রীরামপুরে ডাকা হয়। এরপর শ্রীরামপুর স্টেশনে গিয়ে অফিসের নম্বরে ফোন করলে এক ব্যক্তি অফিস স্টাফ পরিচয় দিয়ে তরুণীকে শ্রীরামপুর মার্কেট এলাকায় নিয়ে যায়। সে জানায় , অফিসে ফোন নিয়ে যাওয়ার অনুমতি নেই। তাই ফোন তার কাছে জমা রেখে উপরে অফিসে গিয়ে কথা বলতে হবে।চাকরি পাওয়ার আশায় সুলতানা  তাঁর দামী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন অফ করে প্রতারিত ব্যক্তির হাতে দেন। কিন্তু উপরে গিয়ে দেখেন অফিস বলে কিছুই নেই সেখানে। এরপর নীচে নেমে এসে দেখেন ওই ব্যক্তি ততক্ষনে মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে। আতঙ্কিত হয়ে তরুণী স্থানীয় দোকানদারদের বিষয়টি জানান।  বহু খোঁজার পরেও প্রতারক ওই ব্যক্তির হদিশ পাওয়া যায়নি। এরপর সুলতানা পুলিশের দ্বারস্থ হন। এই ঘটনায় এলাকায় তীব্র্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Loading