সোমালিয়া সংবাদ: এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী এবং আপ্ত সহায়কের। গুরুতর জখম হয়েছেন ওই কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েক। ঘটনাটি ঘটেছে উত্তর কর্নাটকের আঙ্কোলা তালুকের হোসাকাম্বি গ্রামে। জানা গেছে, তাঁরা ইল্লাপুরার বিখ্যাত ঘন্টে গণেশ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখান থেকে গোকর্ণের দিকে ফিরছিলেন। তাঁদের সঙ্গে আরও তিনজন ছিলেন। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য একটি শর্টকাট রাস্তা ধরে তাঁদের গাড়ি ছুটছিল। তখনই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গুরুতর জখম অবস্থায় মন্ত্রী শ্রীপদ নায়েক, তাঁর স্ত্রী এবং আপ্ত সহায়ককে উদ্ধার করা হয়। বাকিদের অল্প চোট লাগে। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মন্ত্রীর স্ত্রী বিজয়া নায়েকের। এছাড়াও মারা যান তাঁদের আত্মসহায়ক। এরপরই অতি সংকটজনক অবস্থায় মন্ত্রী শ্রীপদ নায়েককে গোয়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পরই যথাযথ চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে কথা বলেছেন। উল্লেখ্য, ৬৮ বছর বয়সী শ্রীপদ নায়েক ১৯৯৯ সাল থেকে একটানা ৫ বার উত্তর গোয়া কেন্দ্র থেকে সাংসদ হয়ে আসছেন। বাজপেয়ি জমানায় ১৯৯৯ ও ২০০৪ সালেও মন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর