October 5, 2025

অটো চালককে মারধরের প্রতিবাদে পথ অবরোধ তারকেশ্বরে

  সোমালিয়া সংবাদ,  তারকেশ্বর: এক অটোচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়াল তারকেশ্বর বাসস্ট্যান্ড এলাকায়। এরই প্রতিবাদে অটোচালকরা পথ অবরোধ করেন। তারকেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অটোচালকদের অভিযোগ, তাঁদের একজন সহকর্মীকে কয়েক জন টোটো চালক মারধর করেছে । তাই অভিযুক্তের শাস্তির দাবিতে তাঁরা এই পথ অবরোধ করেন। আক্রান্ত অটোচালক নির্মল কুমার রায়ের বক্তব্য, সকালে একজন টোটো চালক গাড়ি নিয়ে যাওয়ার সময় তাঁর হাতে ধাক্কা মারেন। সেই সময় দুপক্ষই ঝামেলাটা মিটিয়ে নেন। পরে ওই টোটো চালক ২০-৩০ জনকে নিয়ে তাঁর ওপর চড়াও হয়।

এমনকী তাঁর গায়ে হাত তোলা হয়। অটো ইউনিয়নের সভাপতি সমর চক্রবর্তী বলেন, বাসস্টান্ডে অটো নিয়ে আমরা এক জায়গায় দাঁড়ায়। ওরা চার জায়গায় দাঁড়ায়। যেখান সেখান থেকে প‍্যাসেঞ্জার তুলে গাড়ি চালায়। তবু আমরা কিছু বলিনা। কিন্তু আজকে যেভাবে আমাদের কর্মীকে মারধর করা হলো সেখানে আমরা কিভাবে চুপ থাকব। তাই আমরা বাসস্টান্ডের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ জানাচ্ছি। অবিলম্বে অভিযুক্তর শাস্তি চাই। এদিকে পথ অবরোধের ফলে  ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। উল্টো রাস্তা দিয়ে ট্রেকার ও বাস যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে এসে পৌঁছায় তারকেশ্বর পুলিশ।

তারা অটো চালকদের আশ্বাস দিয়ে সেখান থেকে অবরোধ সরিয়ে দেয়। পরে এ বিষয়ে টোটো ইউনিয়নের সম্পাদক বরুন পোদ্দার বলেন, দু’পক্ষকে বসিয়ে সমস্যার সমাধান করেছি। আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে সেদিকে অবশ্যই নজর রাখবো। 

Loading