October 5, 2025

অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান এবং একাকীত্ব নিয়ে তাঁর পোস্ট

  সোমালিয়া সংবাদ, কলকাতা: প্রত্যেক মানুষের জীবনেই একাকীত্ব একটা অঙ্গ। জীবনের বিশেষ বিশেষ মুহূর্তে একটা বিশেষ বার্তা নিয়ে আসে। কেউ একাকীত্বকে সুন্দরভাবে লালন পালন করে নিজের সঙ্গে মানিয়ে নেয়, আবার কেউবা একাকীত্বকে ব্যাধি ভেবে আরও অসুস্থতার দিকে নিজেকে  ঠেলে দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, একাকীত্ব মানুষকে অবসাদগ্রস্ত করে তুলতে পারে। তাই চিকিৎসকরা সবসময়ই একাকীত্ব থেকে দূরে থাকার পরামর্শ দেন। সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানের একটি ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে একাকীত্ব নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। নুসরাত পোস্টটিতে লিখেছেন, ‘একজন নারী যে জানে খাবার টেবিলে সে কি নিয়ে এসেছে, তার কোনদিনই একা খাওয়ার ভয় থাকে না।’ অর্থাৎ তার কাছে একাকীত্ব বলে কিছু হয় না। তবে এটা শুধু নারীর ক্ষেত্রেই সত্য তা কিন্তু মোটেই নয়। পুরুষদের ক্ষেত্রেও এই সত্য একেবারেই অনিবার্য। আসলে জীবনের দর্শন যে যেমন ভাবে সাজিয়ে সকলের সামনে উপস্থাপিত করতে পারবে সে জীবনকে সেরকম ভাবে উপভোগ করতে পারবে। এর জন্য নারী-পুরুষ ভেদাভেদের কোন বিশেষত্ব নেই। উল্লেখ্য, গত সাত মাস ধরে অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানের বৈবাহিক জীবন নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে তাঁর ভক্তদের মধ্যে জোর জল্পনা শুরু চলছে। তাঁদের দেড় বছরের বিবাহিত জীবনে নাকি ফাটল ধরেছে। যেকোনো মুহূর্তে তার সম্পূর্ণরূপে ইতি ঘটে যেতে পারে। এ প্রসঙ্গে উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী নিখিল জৈন ও নুসরাতের বিয়ে হয়েছিল ২০১৯ সালের ১৯ জুন। তুরস্কের বোদরুম শহরে  কোটি টাকার ছাদনাতলার নিচে  সেদিন চার হাত এক হয়েছিল। তারপর থেকেই তাঁরা আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। সাংসদ হিসেবে শপথ গ্রহণে অনুপস্থিত থাকা থেকে শুরু করে ইসকনের রথ টানা সব জায়গাতেই নুসরাত খবরের শিরোনামে এসেছেন তাদের রাজকীয় প্রেম কাহিনীর জন্য পাতার পর পাতা কালি খরচ হয়েছে। দু’জনের ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে তখন যেন প্রতিযোগিতা চলেছে। সেই সব পোস্টে একে অপরকে কে কত বেশি ভালোবাসে তা তুলে ধরা হয়েছিল। কিন্তু সেই ইনস্টাগ্রামে গত সাত মাস সেই পোস্ট বন্ধ হয়ে গেছে। এরপর শুক্রবার ছিল নুসরাতের জন্মদিন। সেদিন তাঁরা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন। এরই মধ্যে নতুন করে গুঞ্জন উঠেছে নুসরাতের বন্ধু যশ দাশগুপ্তকে নিয়ে। কয়েকদিন আগে নুসরাত ও যশ একই সময়ে দু’জনে রাজস্থান ঘুরে এসেছেন। আর তারপরেই বিচ্ছেদের আশঙ্কা আরও বেশি করে সত্যির দিকে এগিয়ে গেছে। তাই বিচ্ছেদ হলেই যে একাকীত্ব জীবনে আসবে এমন কোন কথা নেই। তা সে পুরুষ বা মহিলা যেই হোক না কেন। জীবনে একাকীত্ব বলে সত্যিকারের কিছু হয় না। হয়তো ভালোলাগা, ভালোবাসা, প্রেম, ঘনিষ্ঠতা ইত্যাদিতে সাময়িক ছেদ পড়ে। কিন্তু পরক্ষনেই সেই জায়গা পূরণের জন্য প্রতিটি মানবমনই লালায়িত হয়ে ওঠে। আর যেক্ষেত্রে তা হয় না, তাকে কি একাকীত্ব বলে? সেই না পাওয়াটাও তার কাছে প্রাপ্তির সমান, যদি সে তা নিজেই মানিয়ে নেয়।

Loading