October 5, 2025

অসুস্থ বর্ষীয়ান টলিউড অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, ভর্তি বেসরকারি হাসপাতালে

সোমালিয়া সংবাদ, কলকাতা: টলিউডের বিখ্যাত অভিনেত্রী অসুস্থ। মাধবী মুখোপাধ্যায়, ভর্তি শহরের বেসরকারি হাসপাতালে। জানা গেছে, অভিনেত্রীর বয়স এখন ৮০ বছর। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর রক্তে শর্করার মাত্রা নিয়ে সমস্যা আছে। এছাড়া আরও কিছু শারীরিক জটিলতাও আছে। শুক্রবার সকালে আচমকাই শরীর খারাপ হয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের। তাঁকে দ্রুত আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অভিনেত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, কোভিডের জন্য এত দিন মাকে হাসপাতালে এনে ঠিক মতো পরীক্ষা করানো যায়নি। কিন্তু হঠাৎ সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে অবস্থা নাকি স্থিতিশীল। উল্লখ্য মা, লীলাদেবীর হাত ধরে থিয়েটারে পা রাখেন মাধবী। শিশির ভাদুড়ির সঙ্গে প্রথম কাজ করেছিলেন ছোট্ট মাধবী। শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী এবং ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের কাছ থেকে অভিনয়ের দীক্ষা পেয়েছেন মাধবী। পরবর্তীতে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে কাজ করেছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে অজস্র ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। তবে বিশ্ব চলচ্চিত্রপ্রেমীরা তাঁকে সবচেয়ে বেশি মনে রেখেছেন সত্যজিৎ-এর ‘চারুলতা’ হিসাবে। এছাড়াও ‘২২শে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘শঙ্খবেলা’ অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শক মনে পাকা জায়গা করে নিয়েছেন মাধবী। তাই এখন সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

Loading