সোমালিয়া ওয়েব নিউজ: সন্তান হারানোর শোক বুকে নিয়েই মৃত মেয়ের অঙ্গদান করলেন মা-বাবা। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে গোটা বিষয়টি সম্পন্ন হয়েছে। হাসপাতালের ইতিহাসে দেশের কনিষ্ঠতম অঙ্গদানকারীর তালিকায় নাম উঠলো ছোট শিশু কন্যার।জানা গিয়েছে, সপ্তাহ তিনেক আগে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে আহত হয় রোলি প্রজাপতি নামের ছ’বছরের মেয়েটি। সরাসরি মাথায় গুলি লাগে তার। তার জেরে গভীর কোমায় চলে যায় সে। বহু চেষ্টা করেও ফেরানো যায়নি তাকে। শেষমেশ তাকে ব্রেনডেড ঘোষণা করা হয়। এরপর মেয়েটির শোকগ্রস্ত পরিবারকে অঙ্গদানের প্রস্তাব দেন চিকিৎসকেরা। তাতে রাজি হয়ে যান তাঁরা। সেই মতোই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মেয়েটির মা-বাবার ভূয়সী প্রশংসা করেছেন এইমস-এর চিকিৎসকেরা। জানা গিয়েছে, মেয়েটির লিভার, কিডনি, দুই কর্নিয়া এবং হৃদপিণ্ডের ভালভ অন্য রোগীর শরীরে প্রতিস্থাপন করা হবে। দিল্লি এইমসের ইতিহাসে রোলিই সর্বকনিষ্ঠ অঙ্গদাত্রী। মেয়েটির মা-বাবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর