October 5, 2025

জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারতের নৌবাহিনী

সোমালিয়া ওয়েব নিউজ: নৌবহর আরও শক্তিশালী হল ভারতের। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল নৌবাহিনী । ওডিশার চাঁদিপুর সমরাস্ত্র পরীক্ষা কেন্দ্র ক্ষেপণাস্ত্রটির এই পরীক্ষা চালায় ভারতের প্রতিরক্ষা গবেষণা ও বিকাশ সংস্থা এবং ভারতীয় নৌবাহিনী। এই ক্ষেপণাস্ত্রটি পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে তৈরি বলে জানা গিয়েছে। হেলিকপ্টার থেকে এটিকে সমুদ্রে ছোড়া হয়। নৌবাহিনী সূত্রে জানা যায় প্রথম পরীক্ষাতেই সফল হয়েছেন বিজ্ঞানীরা।এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় আকাশপথ থেকে জাহাজ বিধ্বংসী যুদ্ধ কৌশলে কয়েক ধাপ এগিয়ে গেল ভারত। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এটা সমুদ্রপৃষ্ঠে নির্ধারিত সময়ের মধ্যে নেমে নির্দিষ্ট নিশানায় নির্ভুল আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রে বহু আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হয়েছে। এমনকী এটি যাতে হেলিকপ্টার থেকে ছোড়া যায়, তার জন্য দেশীয় প্রযুক্তির একটি নতুন ধরনের লঞ্চার তৈরি হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে ভারতের এই পরীক্ষা আন্তর্জাতিক মহলে বেশ তাৎপর্যপুর্ন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তাদের দাবী ভারত সামরিক ক্ষেত্রে ক্রমশ শক্তিশালি হয়ে উঠছে।

Loading