October 6, 2025

নারী শিক্ষার ওপর জোরদার সাওয়াল ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর

সোমালিয়া সংবাদ, আরামবাগ: বৃহস্পতিবার আরামবাগের একটি মিশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারী শিক্ষার ওপর জোরদার সওয়াল করলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একজন পুরুষ যদি শিক্ষিত হয় তিনি নিজে শিক্ষিত হবেন। কিন্তু একজন মহিলা যদি শিক্ষিত হন তাহলে মনে রাখতে হবে তাঁর  সমস্ত পরিবার শিক্ষিত হবে। আর তাই তিনি শিক্ষাক্ষেত্রে মেয়েদেরকে আরও আগিয়ে দেওয়ার আহ্বান জানান। এদিন তিনি আরামবাগের কীর্তিচন্দ্রপুর আল আলম মিশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী, উপপুরপ্রধান মমতা মুখার্জি, আল আলম মিশনের কর্ণধার হাজী শেখ বদরুল আলম সহ বিশিষ্ট জন। এছাড়াও ছিলেন ওই মিশনের ছাত্র, অভিভাবক এবং অভিভাবিকারা। এদিনের অনুষ্ঠানে কৃতী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন ত্বহা সিদ্দিকী বলেন, শিক্ষা হল জাতির মেরুদন্ড। যে জাতির শিক্ষা নেই, সেই জাতি মেরুদণ্ডহীন। সেই জাতির কোন দাম নেই, মূল্য নেই। তাই শিক্ষা অর্জনের জন্য পৃথিবীর যে কোন প্রান্তে যাওয়ার হলে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন। এদিন ত্বহা সিদ্দিকী বলেন, যাঁরা প্রকৃত ধর্ম শিক্ষায় শিক্ষিত তাঁরা কখনোই মানুষে মানুষে বিভেদ করে না। কারণ কোন ধর্মই অন্য ধর্মকে অসম্মানের কথা বলেনি। প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থেই নিজে ধর্মাচরণের পাশাপাশি অন্য ধর্মকে সম্মান জানানোর কথা বলা হয়েছে। আমরা যদি অন্যের মাকে ভালবাসতে না পারি তাহলে নিজের মাকেও ভালবাসতে পারব না। কিন্তু বর্তমানে বিজেপি-আরএসএস-এর মতো রাজনৈতিক দলগুলি হিন্দু-মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক খেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। একমাত্র প্রকৃত শিক্ষাই এই বিভেদের রাজনীতি বন্ধ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

Loading