সোমালিয়া ওয়েব নিউজ: চিনির রফতানিতে রাশ টানতে চলেছে কেন্দ্র। ৩১ অক্টোবর পর্যন্ত চিনি রফতানিতে নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানা গিয়েছে। আর এর জেরে চিনির দাম দেশে কমতে চলেছে বলে জানা গিয়েছে। সূত্র থেকে জানা গিয়েছে, দেশে জোগান বাড়িয়ে দামে রাশ টানতে চিনি রফতানির সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। ১ জুন থেকে বছরে তা বেঁধে দেওয়া হয়েছে ১ কোটি মেট্রিক টনে। এর পাশাপাশি, সয়াবিন ও সূর্যমুখী তেলে ২ বছর আমদানি শুল্ক লাগবে না বলে জানিয়েছে কেন্দ্র। এর ফলে ভোজ্য তেলেরও দাম কমার সম্ভাবনা। চিনি আমদানী রফতানীতে ভারত বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী এবং ব্রাজিলের পরে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। মার্চ মাসে রয়টার্স একটি রিপোর্টে দাবি করে, ভারত স্থানীয় দামের উপর নিয়ন্ত্রণ রাখতে এবং অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্থিতিশীল নিশ্চিত করতে চিনি রফতানি বন্ধ করার পরিকল্পনা করছে। ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক স্তরে হয়তো চিনির দাম কিছুটা বৃদ্ধি পাবে। তবে ভারতের জনগন অনেকটাই উপকৃত হবে। সবমিলিয়ে ২০২৪ সালে লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপি সরকার এই সব জনমুখী পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর