October 5, 2025

বিশাল আকারের সাপ উদ্ধার ঝাড়গ্রামে, চাঞ্চল্য এলাকায়

সোমালিয়া ওয়েব নিউজ: গ্রামবাসী ও বনদপ্তরের দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় বিশালাকৃতির একটি অজগর সাপকে উদ্ধার করা হয় ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে। জানা গিয়েছে, রামচন্দ্রপুর আদিবাসী পাড়ায় একজনের বাড়িতে এই বিশালাকৃতির অজগর সাপটিকে দেখতে পান গ্রামের মানুষ। সাপটি একটি মুরগিকে ধরে ফেলেছিল। সেই মুরগির চিৎকারেই গ্রামের লোক গিয়ে দেখেন অজগর সাপটিকে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রাম সহ আশেপাশের গ্রামগুলোতে। সাপটি তখন পাশের ঝোপের একটি তালগাছে উঠে পড়ে। এই বিশালাকৃতির অজগর সাপটিকে দেখতে ভিড় জমান এলাকাবাসী। খবর দেওয়া হয় বনদপ্তরকে। কিছুক্ষণের মধ্যেই বনদপ্তরের লোক আসে। কিন্তু সাপটিকে ধরতে গেলেই সাপটি এগাছ ওগাছ পালিয়ে যেতে থাকে। সাপটিকে কোনো মতেই বাগে আনতে পারছিলেন না বনদপ্তরের লোকেরা। শেষে গ্রামবাসীরা উদ্ধার কাজে হাত লাগান। দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় গ্রামবাসীরা সাপটিকে উদ্ধার করেঞ। বনদপ্তর সূত্রে জানা যায়, সাপটি পূর্ণ বয়স্ক সাপ। সাপটি প্রায় ১০ফুট লম্বা। সবমিলিয়ে এই অজগর সাপটি উদ্ধার করে বনদপ্তর উদ্ধার করে নিয়ে যায়।

Loading