October 5, 2025

অবশেষে পুরুলিয়ার জেলা শাসক বদলি, ঘটনা চাঞ্চল্য

সোমালিয়া সংবাদ, পুরুলিয়া: জেলা শাসক হিসাবে পুরুলিয়ায় কাজ করছিলেন রাহুল মজুমদার । কিন্তু তাঁকে বদলি করে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য জেলাজুড়ে।
সম্প্রতি জেলার নাগরিক পরিষেবায় অনিয়মের অভিযোগের আঙুল ওঠে সরকারি কর্মী ও নআধিকারিকদের দিকে। এমনকী চলতি সপ্তাহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এই ঘটনার দিন দুই পরই বদলি করা হল পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদারকে। তাঁকে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং আসানসোল পুরনিগমের সিইও পদে বদলি করা হয়েছে। নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে তাঁর নতুন দায়িত্বের কথা। প্রসঙ্গত উল্লেখ্য, নবান্নের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরুলিয়ার নতুন জেলাশাসক রজত নন্দা।  তিনি হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ছিলেন। পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সরকারি কাজকর্ম নিয়ে একাধিক অভিযোগ পেয়ে তিনি ক্ষুব্ধ হন। এর দুদিন পরেই জেলা শাসকের বদলির নির্দেশ আসায় শোরগোল পড়ে প্রশাসনিক মহলে।

Loading