October 5, 2025

দক্ষিণী অভিনেত্রী নয়নতারা বিয়ের উপহার হিসেবে স্বামীকে ২০ কোটি টাকার বাংলো গিফট

সোমালিয়া ওয়েব নিউজ: বিয়ের উপহার হিসেবে নিজের স্বামীকে একটি বাংলা উপহার দিলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। এই নিয়েই শোরগোল নেট দুনিয়ায়। যে-সে বাংলো নয়, ২০ কোটি টাকা দামের একটি বাংলো তিনি গিফট করেছেন স্বামীকে বলে জানা যাচ্ছে। বাংলোটি তাঁর স্বামীর নামেই রেজিস্টার করা হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে নয়নতারা নাকি তাঁর ননদ অর্থাৎ ভিগনেশের বোন ঐশর্য্যকেদ ৩০ পিস সোনার গয়না উপহার দিয়েছেন। এছাড়াও তিনি নাকি বিয়ে  উপলক্ষে তাঁর নিকট আত্মীয়দেরকেও অনেকরকম বহুমূল্য উপহার দিয়েছেন। পাশাপাশি নয়নতারা বিয়েতে যে সোনার গয়নাগুলো পরেছিলেন তার সবগুলোই ভিগনেশের কিনে দেওয়া উপহার। যার মূল্য প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা! এছাড়াও ভিগনেশ নাকি নয়নতারাকে পাঁচ কোটি টাকার একটি হীরের আংটিও উপহার দিয়েছেন। সবমিলিয়ে হট এই জুটির বিয়ের পরেও অনুরাগীদের কৌতূহল ক্রমশ বাড়ছে।

Loading