October 5, 2025

আবারও দেশে করোনার প্রকোপ বাড়ছে, সচেতন না হলেই বিপদ

সোমালিয়া সংবাদ, দিল্লী: দেশ জুড়ে কোভিডের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। ফলে একটা উদ্বেগও তৈরি হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন প্রায় ৮ হাজার ৩২৯ জন। গত তিন মাসের মধ্যে যা সর্বোচ্চ। দৈনিক সংক্রমণ বাড়লেও, মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। তবে সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৪ হাজার ১০৩। ফলে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে বলে জানা যাচ্ছে। দৈনিক সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার দৈনিক সংক্রমণের হার ২.৪১ শতাংশ। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন আক্রান্ত ৩ হাজার ৮১ জন। তার মধ্যে শুধু মুম্বাইয়েই নতুন আক্রান্ত এক হাজার ৯৫৬ জন। ২৩ জানুয়ারির পর ফের দৈনিক সংক্রমণের সংখ্যা দু’হাজারের কাছাকাছি পৌঁছল মহানগরীতে। সংক্রমণ বাড়তে থাকায় ফের মাস্ক বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। সবমিলিয়ে এখনই সচেতন না হলে বিপদ বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

Loading