December 1, 2025

স্পেনের রাস্তায় কোমর দোলালেন বলিউডের সুপারস্টার জুটি

সোমালিয়া ওয়েব নিউজ: বর্তমান প্রজন্মের কাছে রনবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর খুবই জনপ্রিয় বলিউড অভিনেতা- অভিনেত্রী। নেট দুনিয়ায় তাঁরদে ফ্যান ফলওয়ার অসংখ্য। স্পেনের রাস্তায় এই সুপারস্টার জুটি কোমর দোলাচ্ছেন। আর দেখতে অগনিত মানুষ দাঁড়িয়ে রয়েছে। এই রকম একটা ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেট দুনিয়া। জানা গিয়েছে, পরিচালক লাভ রঞ্জনের পরবর্তী ছবিতে একসাথে জুটি বাঁধতে চলেছেন রণবীর ও শ্রদ্ধা কাপুর। প্রথমবারের জন্য দর্শক তাঁদের সিলভার-স্ক্রিন রোম্যান্স দেখতে পাবেন। পরিচালকের পক্ষ থেকে এই নতুন জুটিকে নিয়ে পরবর্তী সিনেমার ঘোষণা করার পর থেকেই রণবীর ও শ্রদ্ধার ফ্যানেরা খুবই উৎসুক হয়ে আছেন কবে এই নতুন জুটিকে তাঁরা একসাথে সিলভার স্ক্রিনে দেখতে পাবেন। আলিয়ার সাথে বিয়ের সময় থেকেই রণবীর এই ছবির শ্যুটিং করতে শুরু করেন। যদিও এখনও অবধি ফিল্মটির বিষয়ে বিশেষ কিছুই জানেন না ফ্যানেরা। শুধু এটুকুই জানা গেছে যে রণবীর-শ্রদ্ধা জুটিকে দেখা যাবে এই ছবিতে। 

Loading