সোমালিয়া ওয়েব নিউজ: আগামী দেড় বছরে দেশে ১০ লক্ষ চাকরি হবে। এই ঘোষণায় আলোড়ন যুব সমাজের মধ্যে। দীর্ঘ কয়েক বছর চাকুরি না পেয়ে হতাশায় ভুগছে যুবকেরা।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি মন্ত্রকেই এবং বিভাগগুলিতে দক্ষ কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রকগুলির কাজের ধরন বুঝে নিযুক্ত কর্মীদের দেওয়া হবে দায়িত্ব। এই মর্মে ইতিমধ্যেই তিনি প্রতিটি মন্ত্রককে নির্দেশ দিয়েছেন বলে টুইট করেছে প্রধানমন্ত্রী দপ্তর। এই প্রকল্পের নাম তিনি দিয়েছেন ‘মিশন মোড’। টুইটে আরও জানানো হয়েছে, প্রতিটি মন্ত্রকেই হিউম্যান রিসোর্সের কর্মী প্রয়োজন। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই তাই মানবসম্পদে জোর দেওয়া হয়েছে। আগামী দেড় বছরের মধ্যেই সেই নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রককে তা জানানও হয়েছে। কেন্দ্রের তরফে বিপুল কর্মসংস্থানের খবরে উচ্ছ্বসিত চাকরিপ্রার্থীরা। এখন দেখার প্রধানমন্ত্রীর ঘোষণা কতটা বাস্তবায়িত হয়।
![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে