October 6, 2025

কৃতীদের হোয়াটসঅ্যাপ, ফেসবুকের বদলে পড়াশোনায় মনোযোগের পরামর্শ পুলিশ কর্তার

সোমালিয়া সংবাদ, বর্ধমান: মাধ্যমিক পরীক্ষায় সমাজের কৃতী ছাত্রছাত্রীদের মোবাইলে হোয়াটসঅ্যাপ করা কিংবা ফেসবুকে ও ইন্সটাগ্রামে নানান মন্তব্য না জানিয়ে, লেখাপড়া করার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। বর্ধমান ডিস্ট্রিক্ট রাইসমিল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের জন্য এক সম্বর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে এই পরামর্শই দেন পুলিশ সুপার। তিনি বলেন, আগামী দুটি বছর আরও গুরুত্বপূর্ণ সব মাধ্যমিক উত্তীর্ণদের কাছেই। এইসময় ঠিকমতো পড়াশোনা করতে পারলে জীবনে প্রতিষ্ঠা লাভের একটা দিক সূচিত হয়। তাই আজ রাইসমিল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতী ছাত্রছাত্রীদের জন্য যে অ্যাপেলের আইপ্যাড প্রদান করা হল তা যেন কৃতী শিক্ষার্থীরা শুধুমাত্র লেখাপড়ার কাজেই ব্যবহার করেন। তাহলেই তারা আগামীদিনে আরও সাফল্য পাবেন। এই অনুষ্ঠানে উপস্থিত জেলাশাসক প্রিয়াংকা সিংলা উপস্থিত কৃতী ছাত্রছাত্রীদের তাদের জীবন গঠনে আরও কঠোর পরিশ্রমের পরামর্শ দেন।

Loading