December 1, 2025

অসুস্থ কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী হাসপাতালে ভর্তি, পিছিয়ে গেলো ইডির জিজ্ঞাসাবাদ

সোমালিয়া ওয়েব নিউজ: সোনিয়া গাঁধী অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি। তাই তাঁর আবেদনে সাড়া দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ন্যাশনাল হেরাল্ড মামলায় চতুর্থ দফার জিজ্ঞাসাবাদের মেয়াদ তিন দিন পিছিয়ে দিল। গভীর রাতে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন সনিয়া গাঁধীকে দেখতে যান রাহুল। কংগ্রেস সূত্রের খবর, রাহুল প্রায় সারা রাত হাসপাতালে ছিলেন। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। গত ১ জুন সনিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। শ্বাসকষ্টের সমস্যা ও অন্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ৮ জুন সনিয়াকে তলব করেছিল ইডি। কিন্তু অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি। অন্য দিকে, সোম, মঙ্গল এবং বুধবার প্রায় ৩০ ঘণ্টা ধরে দিল্লির এপিজে আব্দুল কালাম রোডে ইডির সদর দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় রাহুলকে। চতুর্থ দফার জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার ফের প্রাক্তন কংগ্রেস সভাপতিকে তলব করা হয়েছিল। কিন্তু মায়ের অসুস্থতার কারণে সময় চেয়েছিলেন রাহুল। সেই আবেদন মেনে সোমবার ফের ডাকা হয়েছে তাঁকে।

Loading