October 6, 2025

অতিরিক্ত পণের দাবি মেটেনি, গৃহবধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

সোমালিয়া সংবাদ, খানাকুল: অতিরিক্ত পণের দাবি না মেটানোয় এক গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁরই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খানাকুলের বালিপুর গ্রামে। ঘটনার পরই গা ঢাকা দিয়েছে মৃতের শ্বশুরবাড়ির লোকজন। জানা গেছে, মৃত গৃহবধূর নাম মানোয়ারা খাতুন (২৫)। তাঁর বাপের বাড়ি খানাকুলেরই সাইবোনা গ্রামে। মৃতের বাপের বাড়ির লোকের  দাবি,  প্রায় চার বছর আগে বালিপুরের সেখ গালিব হাসানের সাথে বিয়ে হয় মানোয়ারার। বিয়ের সময় পাত্র পক্ষের দাবি মত সমস্ত কিছুই দেওয়া হয়েছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে আরও টাকা আনার জন্য চাপ দেওয়া হতো। আর দাবিমতো টাকা দিতে না পারলেই শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হতো। বিয়ের তিন মাস পর দু’লক্ষ টাকা দাবি করা হয়েছিল। তখন মানোয়ার বাবা মনিরুল ইসলাম ধারদেনা করে এক লক্ষ টাকা দিতে পেরেছিলেন। মাস ছয়েক আগে হঠাৎই মানোয়ারার বাবাকে ডেকে পাঠিয়ে ৫ লক্ষ টাকা দাবি করেন। তাঁরা নাকি জানিয়েছিলেন, পাকা বাড়ি করবেন। এর জন্য তাঁদের ১০ লক্ষ টাকা প্রয়োজন। তার মধ্যে ৫ লক্ষ টাকা তাঁদেরকে দিতে হবে। মানোয়ারার বাবা তখনই জানিয়ে দিয়েছিলেন তাঁদের পক্ষে ওই টাকা জোগাড় করে দেওয়া সম্ভব নয়। এরপরই মেয়ের উপর অমানবিক অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে মানোয়ারার বাপের বাড়ির লোককে হঠাৎই জানানো হয় যে মানোয়ারা আত্মহত্যা করেছে। কিন্তু বাপের বাড়ির লোকের দাবি, সে আত্মহত্যা করেনি, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। এই ঘটনায় তাঁরা খানাকুল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

Loading