দাম্পত্য কহলো মেটাতে পুলিশের মিষ্টিমুখ স্বামী ও স্ত্রীকে, সোমালিয়া সংবাদ ঃ বীরভূম,সংসারে অশান্তি চলছিল।কথা বলেও দাম্পত্য-কলহকে বাগ মানাতে পারেননি পড়শিরা।ঝগড়া শুরু হতে ছুটে সটান উঠোনের কুয়োয় ঝাঁপ দিলেন স্বামী। পাড়া-পড়শি, পুলিশ মিলে ঘণ্টাখানেকের কসরতে বাঁশ বেঁধে, দড়ি ধরে তুললেন তাঁকে। চিকিৎসার জন্য পুলিশের গাড়ি ছুটল হাসপাতালে। কিছুটা সুস্থ করিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে এল পুলিশ। সঙ্গে অনুরোধ, আর বিবাদ নয়। জানা গিয়েছে, তখন সকাল সাড়ে দশটা। বীরভূমের মহম্মদবাজার থানার কাঁইজুলি বোর্ডিং পাড়ার ঘটনা শুনে ততক্ষণে উৎসাহীদের ভিড় জমেছে। স্থানীয়েরা জানালেন, অন্তত বছর পনেরো আগে বিয়ে হয়েছে পেশায় গাড়ির মিস্ত্রি নাসু শেখ ও ঝুমা বিবির। দম্পতির মেয়ের বয়স এগারো, ছেলের সাত। পড়শিরা জানালেন, নানা বিষয়ে বিবাদ লেগে থাকত দম্পতির। অশান্তি হত নাসুর নেশা নিয়ে। দম্পতির কথা কাটাকাটির আওয়াজ কানে আসে অনেকের। সকালে তাঁরা জানতে পারেন কুয়োয় ঝাঁপের কথা। পড়শিরা মিলে ছুটে যান উদ্ধারে। থানায় খবর পৌঁছতেই আবার ছোটে পুলিশ। উদ্ধার করা হয় নাসুকে। শুশ্রূষা করে পুলিশের গাড়িতেই তাঁকে ঘরে ফেরানো হয়। শেষে ওসি (মহম্মদবাজার) তপাই বিশ্বাসের কথায় ট্রাফিক ওসি বিদ্যাসাগর পাল ছোটেন মিষ্টি কিনতে। পুলিশের সামনে পরস্পরকে মিষ্টিমুখ করান দম্পতি। বিদ্যাসাগরবাবু অনুরোধ করেন ঝগড়া মিটিয়ে নিতে।সবমিলিয়ে পুলিশের এই মিষ্টি দাওয়াই সাময়িক কাজ করলেও সুদুর প্রসারী হয় কিনা তা দেখার।
![]()

More Stories
রহস্যময় গাছ! রাতের অন্ধকারেই জ্বলে উঠবে আলো!
বেন বেন পিরামিড
সয়াবিন তেলে ‘হেক্সেন’ আতঙ্ক: পেটের অসুখের মূলেই কি রান্নার তেল?