December 1, 2025

অসমে বন্যায় বাড়ছে প্রাণহানি, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা

সোমালিয়া ওয়েব নিউজ: যেদিকে দু’চোখ যায় শুধু জল আর জল। কোথাও বুক-সমান, তো কোথাও আবার কোমর সমান জল। ভাসছে রাস্তা, বাড়ি থেকে জমি, সব কিছু। বন্যায় প্লাবিত অসমের বিস্তীর্ণ এলাকা। সূত্রের খবর, অসমে প্রবল বৃষ্টিতে ভূমিধসে মৃত্যু হয়েছে দুই শিশু-সহ আরও ন’জনের। এই নিয়ে চলতি মরশুমে বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছিলেন, অসমের বন্যা পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস মিলেছে। অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগ সূত্রে জানা গিয়েছে , ২৮ জেলায় ১৮ লক্ষ ৯৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রেললাইনের নীচ দিয়ে বইছে জল। পরিস্থিতি উদ্বেগজনক মেঘালয় এবং অরুণাচল প্রদেশেরও। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, কোপিলি-সহ বহু নদী। গুয়াহাটির বহু এলাকার রাস্তা জলের তলায়। কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত।সবমিলিয়ে বন্যা দুর্গত মানুষের পাশে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার।

Loading