সোমালিয়া ওয়েব নিউজ: চিনের স্পর্শকাতরতাকে অগ্রাহ্য করে মোদী তাঁর টুইটে দলাই লামাকে শুভেচ্ছার কথা জানিয়েছিলেন। তার চব্বিশ ঘণ্টার মধ্যে চিনের মুখপাত্র ঝাও লিঝিয়াং তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “চতুর্দশ দলাই লামার চিন-বিরোধী বিচ্ছিন্নতাবাদী ভূমিকার কথা ভারতের স্বীকার করা উচিত।” সেই সঙ্গে তিনি যোগ করেন, “তিব্বতের তাস খেলে চিনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করুক ভারত। ভারতের উচিত চিনের প্রতি দায়বদ্ধতাকে মাথায় রেখে বিচার-বিবেচনা করে কাজ করা। এই ঝাঁঝালো বক্তব্যের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ধর্মগুরু দলাই লামা ভারতের সম্মানিত অতিথি। ভারত সরকার ধারাবাহিক ভাবে তাঁকে সে ভাবেই দেখে এসেছে। তিনি একজন সম্মানিত ধর্মীয় নেতা এবং ভারতে তাঁর অনেক ভক্ত রয়েছেন। ভারতে এবং বিদেশে ভক্তরা তাঁর জন্মদিন পালন করেন। ভারতে তাঁর ধর্মীয় চর্চার সমস্ত স্বাধীনতা দেওয়া হয়েছে। দলাই লামার ৮৭তম জন্মদিনে প্রধানমন্ত্রীর ফোন করে শুভেচ্ছা জ্ঞাপনকে এই সামগ্রিক প্রেক্ষাপটে দেখা উচিত। চিনের প্রতি ভারতের এই কড়া বার্তায় খুশি দেশবাসী।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু