October 5, 2025

এবার ভাইরাল হয়েছে ছোট্ট একটি ছাগল ছানার ভিডিও, কী ঘটনা!

সোমালিয়া ওয়েব নিউজ: ছোট ছাগল নিয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সৌজন্যে তার বিশাল লম্বা দুটো কান। সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। এক মাস বয়স ওই ছাগল ছানার। নাম সিম্বা। তবে বয়সে একরত্তি হলেও কানের দৈর্ঘ্যে সে একেবারে লম্বকর্ণ। প্রায় ২১ ইঞ্চি লম্বা কান রয়েছে তার। পাকিস্তানে বাস এই আজব দেখতে ছাগল ছানার। নিজের কানের আকার-আয়তনের জন্য আপাতত সিম্বা নামের এই ছাগল ছানা এখন পাকিস্তানের তারকা। রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছে সে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ঘুরছে এই ছাগল ছানার ছবি, ভিডিও। সংবাদ সংস্থা এএফপি সিম্বা নামের এই ছাগল ছানার ভিডিও শেয়ার করেছে ট্যুইটারে। আর তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, গত মাসে সিম্বার জন্ম হয়েছিল করাচিতে। জন্মের কয়েকদিন পরেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ওই ছাগল ছানা। কারণ জন্মানোর ১০-১২ দিনের মধ্যেই সিম্বার কানের ওই বিকট আকার-আয়তন সামনে এসেছিল। এই অদ্ভুত দর্শন কানের জন্য ইতিমধ্যেই সিম্বার নাম গিনেস বুকে পাঠানোর উদ্যোগ নিয়েছেন তার মালিক মহম্মদ হাসান নারেজো। জন্মের পর থেকে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমেও শিরোনামে এসেছে এই ছাগল ছানা।

Loading