October 5, 2025

পাকিস্তান থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, পাচার প্রতিরোধে কঠোর পদক্ষেপ ভারতের

সোমালিয়া ওয়েব নিউজ: পাকিস্তান থেকে ভারতে মাদক পাচার বাড়ছে। রাজস্থান সীমান্তে গত কয়েক মাসে বেশ কয়েকটি পাচারের ঘটনা সামনে এসেছে বলে জানা যাচ্ছে। মাদক পাচার করতে অভিনব কৌশলও অবলম্বন করছেন পাচারকারীরা। আগে পাইপের মাধ্যমে মাদক পাচারের কৌশল ধরে ফেলেছিল বর্ডার সিকিউরিট ফোর্স। এবার ড্রোনের মাধ্যমে হেরোইন রাজস্থান সীমান্ত দিয়ে পাচার করা হচ্ছে ভারতে। গত আড়াই মাসে ৭০ কোটিরও বেশি টাকার হেরোইন আটক করেছে বিএসএফ। পাকিস্তান সীমান্তে অবস্থিত রাজস্থানের গঙ্গানগর জেলা দিয়ে পাচারের চেষ্টা চলেছে বলে জানা গিয়েছে। এই কাজে স্থানীয় কৃষকদের ব্যবহার করে পাচারকারীরা পাচারের কাজ করছে বলে জানা গিয়েছে। অনেক ক্ষেত্রেই সাংকেতিক নাম ব্যবহার করা হচ্ছে মাদক পাচারের জন্য। মাদক পাচারের জন্য পাকিস্তানের পাচারকারীর ভারতীয় কৃষকদের টাকার লোভ দেখাচ্ছেন বলে অভিযোগ। সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে আসা হেরোইন মাঠে লুকিয়ে রাখছেন কৃযকরা। এই কাজের জন্য টাকা দেওয়া হচ্ছে তাঁদের। পঞ্জাব সীমান্ত দিয়ে মাদক পাচারের সময়ও একই কৌশল নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Loading