সোমালিয়া ওয়েব নিউজ: সম্প্রতি বেশ কিছু মহাজাগতিক তরঙ্গের খোঁজ পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। বহু আলোকবর্ষ দূর থেকে পৃথিবীতে ভেসে আসা এই তরঙ্গের আকৃতি অবিকল মানুষের হার্টের মতো। চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা। তাঁদের দাবি, কয়েকশো কোটি আলোকবর্ষ দূর থেকে ভেসে এসেছে এই তরঙ্গ। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ধরনের রেডিও সিগন্যাল বার্স্টকে বলা হয় ‘ফাস্ট রেডিও বার্স্টস’।
ভিনগ্রহের প্রাণী হোক বা অজানা UFO, মানব সভ্যতার বহু দূরে বসবাসকারী সম্ভাব্য সভ্যতা সম্পর্কে মানুষের এই জানার আগ্রহ অতি প্রাচীন। বিজ্ঞান ও প্রকৃতি সম্পর্কে সঠিক জ্ঞান আয়ত্ত করার পর থেকেই আধুনিক মানুষের এই চাহিদা বাড়ছে উত্তরোত্তর। বারংবার এমন বহু উড়ন্ত চাকতি বা এলিয়েন সদৃশ বস্তু দেখেছে মানুষ, ইতিহাস তার সাক্ষী। যদিও সে সব ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা বা সঠিক প্রমাণ সম্পর্কে সন্দেহ রয়েই গেছে। ভিন গ্রহ বা কয়েক লক্ষ আলোকবর্ষ দূরে থাকা পৃথিবীর মতোই অন্যান্য গ্রহ বা ছায়াপথকে জানতে সেই অনন্তকাল ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে NASA। ভারতের ISRO ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে চাঁদে। উন্নততর রকেট বা মহাকাশযানের কারণে মঙ্গলের বেশ কিছু রহস্যেরও উদঘাটন সম্ভব হয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনায় এটা স্পষ্ট যে, মহাজগতের যেটুকু অংশ মানুষ দেখতে পায়, তার বাইরেও রয়েছে অজানা অনেক কিছু। ঠিক সেরকমই এক অজানা শব্দ, যা অনেকটাই হার্টবিটের মতো। এই জন্যই এলিয়ান নিয়ে গবেষণা শুরু হয়েছে।
More Stories
আলকুশি
শিশুর বিকাশে সংগীত শিক্ষা অপরিহার্য: গবেষণা জানাচ্ছে নতুন দিগন্তের কথা
চাঁদের পূর্ণগ্রহণ আজ : আকাশজুড়ে ‘রক্তচাঁদ’-এর বিরল দৃশ্য