সোমালিয়া ওয়েব নিউজ: জাতীয় রাজনীতিতে বেশ পরিচিত নাম তামিলিসাই সৌন্দরারাজন। ২০১৯ সাল থেকে তেলঙ্গানার রাজ্যপাল পদের দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু এসবের পাশাপাশি তিনি যে একজন ডাক্তার সেকথা ভোলেননি। বিমান সফরে সময় এক সহযাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে দেখতে এগিয়েও এসেছিলেন সৌন্দরারাজন। খবরটি প্রকাশ্যে আসতেই তেলঙ্গানার রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া। মাঝরাতে দিল্লি থেকে হায়দরবাদ ফিরছিল একটি বেসরকারি উড়ান সংস্থার বিমান। তাতে ছিলেন অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার কৃপানন্দ ত্রিপাঠী উজেলা। হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন এডিজি (সড়ক নিরাপত্তা)-র দায়িত্বে থাকা কৃপানন্দ। বিমান তখন মাঝ আকাশে। কী করণীয় এবার? সহযাত্রীর অসুস্থতার কথা জানতে পেরে নিজের থেকেই এগিয়ে আসেন তামিলিসাই সৌন্দরারাজন। পরীক্ষা করে দেখে সামনের দিকে কিছুটা ঝুঁকে বসতে বলেন তাঁকে। ওই আইপিএস অফিসারের কথায়, ‘আমার হার্টরেট সেই সময়ে ৩৯ দেখাচ্ছিল।…মাননীয়া রাজ্যপাল সেই সময় বিমানে না থাকলে আমি বেঁচে ফিরতাম না। উনি নতুন জীবন দিয়েছেন আমাকে।’ হায়দরাবাদে বিমান নামতেই সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় উজেলাকে।
More Stories
অটলজির মতোই কি এবার চাপের মুখে মোদী সরকার?
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন