সোমালিয়া ওয়েব নিউজ: মহানায়ক উত্তমকুমারের ৪২ তম মৃত্যু দিবস। ১৯৮০ সালে খুব অল্প বয়সেই এমনই এক শ্রাবণের দিনে সবার চোখ ভিজিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন তিনি। ২৪ জুলাইয়ে মহানায়কের মৃত্যুদিনে টুইট করে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকীতে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই। তিনি আমাদের দেশের সবথেকে প্রিয় ম্যাটিনি আইডলদের মধ্যে একজন। তিনি আজও আমাদের হৃদয়ে বসবাস করেন।’ উল্লেখ্য, জীবনকালে একের পর হিট বাংলা ছবি উত্তমকুমার উপহার দিয়ে গিয়েছেন। প্রথম জীবনে তাঁরও অভিনয় নিয়ে কথা উঠেছে। আস্তে কথা বলা, রিঅ্যাক্ট করা, এমনকি স্টুডিও গিয়ে গায়কের গান রেকর্ড দেখে, পরে অবিকল সেইভাবেই লিপ দেওয়া, এই পারফেকশন শুরু করেছিলেন উত্তমকুমারই। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্রর গানেই সবচেয়ে বেশি লিপ দিয়েছিলেন তিনি। তবে শুধু লিপ দেওয়াই নয়, নিজের কণ্ঠে গানও গাইতে ভালবাসতেন উত্তমকুমার। তাঁর অভিনীত অসাধারণ বাংলা ভাষার সিনেমা আজও বাঙালির হৃদয়ে রয়েছে। আজও যুব সমাজের মধ্যে জনপ্রিয় মহানায়ক উত্তমকুমার।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল