October 6, 2025

দেশের রাজধানীতে ফের মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন

সোমালিয়া ওয়েব নিউজ: এবার স্টেশনের মধ্যেই রেলকর্মীদের বিরুদ্ধে যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে দিল্লির এক রেল স্টেশনের ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের স্টাফ রুমে দুই রেলকর্মীর যৌন লালসার শিকার হন ৩০ বছরের যুবতী। মোট চারজনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। যেখানে দু’জনের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ এবং বাকি দু’জন ওই ঘরের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন যাতে এই কাজে কোনও সমস্যা না হয়। রেলের ডিসিপি হরেন্দ্র সিং জানিয়েছেন, ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ নির্যাতিতা মহিলা থানায় ফোন করে ঘটনার কথা জানায়। মহিলার থেকে অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছিলেন পুলিশকর্মীরা। পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতা মহিলাকে উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যতম প্রধান অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে ফোন করে তাঁর ছেলের বার্থ-ডে পার্টিতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। রাত সাড়ে ১০টা নাগাদ অভিযুক্তের সঙ্গে কীর্তি নগর মেট্রো স্টেশনের সামনে দেখা করে নির্যাতিত মহিলা। তারপর ওই মহিলাকে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে অন্য ৩ অভিযুক্ত অপেক্ষা করছিল। সেই সময়ই তাঁকে গণধর্ষণ করা হয়েছিল।

Loading