সোমালিয়া ওয়েব নিউজ: ভ্রমণপিপাসুদের জন্য সুখবর। এবার আর অরুণাচল প্রদেশ যেতে বিশেষ কাঠখড় পোড়াতে হবে না। পাহাড়, জঙ্গল, ঝরনায় ঘেরা অপূর্ব সুন্দর এই রাজ্যে সহজেই পৌঁছনো যাবে আকাশপথে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে পরীক্ষামূলক বিমানচালনা। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসেই খুলতে চলেছে অরুণাচল প্রদেশের হলঙ্গি গ্রিনফিল্ড বিমানবন্দর। আকাশপথে অরুণাচল প্রদেশকে জুড়তে এই বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন সেখানে ছোটখাটো দু-একটা বিমানবন্দর, এয়ার ফিল্ড থাকলেও সেখানে বিমান চলাচল অত্যন্ত কম। তাছাড়া সেটাও ছিল মূলত জিনিসপত্র পরিবহণ, মিলিটারিদের জন্য রাজ্যের ভেতর বিভিন্ন স্থানে যাতায়াতে। উড়ানের সংখ্যাও ছিল হাতেগোনা। তাই পর্যটকদের অরুণাচল প্রদেশ আসতে গেলে এতদিন ব্যবহার করতে হবে অসমের বিমানবন্দর। রাজধানী ইটানগর থেকে হলঙ্গির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এত দিন ইটানগরের নিকটতম বিমানবন্দর ছিল ৮০ কিলোমিটার দূরের অসমের লীলাবাড়ি বিমানবন্দর।ফলে, এই হলঙ্গি বিমানবন্দর চালু হলে অরুণাচল প্রদেশে পর্যটনের প্রসার হবে, মনে করছেন সকলেই।এতদিন দেশের দূরবর্তী প্রান্ত থেকে অরুণাচল প্রদেশে পৌঁছনো যথেষ্ট কষ্টসাধ্য বিষয় ছিল। একাধিক বার পরিবর্তন করতে হতো যানবাহন। সেই সমস্যাই এবার মিটতে চলেছে।
![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে