সোমালিয়া ওয়েব নিউজ: প্রবল হাওয়ার দাপটে সমুদ্রের ঢেউ ২০ ফুট উঁচুতে উঠেছিল। হঠাৎ ঝড়ের দাপটে দোতলা বাড়ি টপকে রাস্তায় আছড়ে পড়েছিল। আতঙ্কে ছোটাছুটি শুরু বাসিন্দাদের।ঘটনাটি ঘটেছে হাওয়াই দ্বীপে।
সূত্রের খবর, প্রবল হাওয়ার দাপটে সেই ঢেউ ২০ ফুট উঁচুতে উঠেছিল। আর সেই ঢেউই সমুদ্র লাগোয়া দোতলা বাড়ি টপকে রাস্তায় আছড়ে পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, এত ভয়ানক দৃশ্য আগে কখনও দেখেননি তাঁরা। হনুলুলুর ন্যাশনাল ওয়েদার সার্ভিস-এর আবহবিজ্ঞানী ক্রিস ব্রেঞ্চলে জানিয়েছেন, বেশ কয়কেটি কারণে এই বিশাল ঢেউয়ের সৃষ্টি হতে পারে। তবে ২০ ফুট উঁচু ঢেউ খুবই কম দেখা যায়। কয়েক দশক পর এমন উঁচু ঢেউ দেখা গেল। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, ছবি তুলছিলাম। হঠাৎই সমুদ্রের জল দোতলা সমান বাড়ি ছাপিয়ে রাস্তায় এসে পড়ল। কী ভয়ানক দৃশ্য ছিল। এই রকম ঘটনা সচরাচর দেখা যায় না। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল নেট দুনিয়ায়।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু