October 6, 2025

শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়ের একটি বিশাল ফার্ম হাউসের সন্ধান পাওয়া গেল ঝাড়গ্রামে

সোমালিয়া ওয়েব নিউজ: ঝাড়গ্রামের বাঁধগোড়া এলাকায় ৪৫ একর জায়গার উপর প্রাক্তন শিক্ষা ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়ের একটি বিশাল ফার্ম হাউসের সন্ধান পাওয়া গেল। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় মানসী গুচ্ছাইত এবং তার স্বামী অতনু গুচ্ছাইত এই ফার্মহাউস তৈরি করেছেন। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন এখানে তাঁর ঘনিষ্ঠ নেতাদের যাতায়াত ছিল। নেতাদের পাশাপাশি প্রশাসনের তৎকালীন একাধিক উচ্চপদস্থ আধিকারিকও আসা যাওয়া করতেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। গ্রামবাসীদের বক্তব্য, ফার্মের ভেতর ওই সকল যাতায়াতকারীদের খাওয়া-দাওয়া এবং পার্টি চলত। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন মানসী এবং তাঁর স্বামী অতনু মন্ত্রীর হয়ে একাধিক ব্যক্তির কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন। পূর্ব মেদিনীপুরে সে সংক্রান্ত একাধিক অভিযোগও জমা পড়েছে। পুলিশ তদন্তে গেলে মানসী ও অতনু পালিয়ে যান। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর এই ফার্ম হাউসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

Loading