সোমালিয়া ওয়েব নিউজ: নিজের চেতলার বাড়িতেই প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। ২০১৫ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন নির্মলা মিশ্র। একাধিকবার হাসপাতালে ভর্তি হন। গত এক মাস কথা বন্ধ হয়ে গিয়েছিল শিল্পীর। হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। টিউবের সাহায্যে খাওয়ানো হচ্ছিল প্রবীণ শিল্পীকে। শিল্পীর মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শোকবার্তায় লিখেছেন, ‘তিনি (নির্মলা মিশ্র)পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির উপদেষ্টা পরিষদ ও বাংলা সঙ্গীতমেলা কমিটির কার্যকরী সমিতির সদস্যা ছিলেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘সঙ্গীতসম্মান’ এবং ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রদান করে। নির্মলা মিশ্রের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি নির্মলা মিশ্রের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন ছেলে শুভদীপ। স্ত্রীকে নিয়ে যাদবপুরে থাকেন তিনি। বাবা-মা থাকতেন চেতলায়। ছেলে শুধু মায়ের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর মা শান্ত গম্ভীর ছিলেন না। বরং ছিলেন ছটফটে। চুপ করে থাকতে পারতেন না। সবসময় কাজ করতেন। তিনি মায়ের সঙ্গে দেখা করতে গেলে হাত চেপে ধরতেন। বলতেন, কোথাও যেতে হবে না।সঙ্গীতশিল্পীর রান্নাতেও ছিল জাদু। বলছেন তাঁর ছেলেও। চকলেট, আইসক্রিম খেতে খুব ভালোবাসতেন। সঙ্গীতশিল্পী হলেও গলার কথা না ভেবে ঠান্ডা জল খেয়ে ফেলতেন।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক