October 6, 2025

আফগানিস্তানে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ

সোমালিয়া ওয়েব নিউজ: রাজধানী কাবুলের কোটেল খৈরখানা মাদ্রাসাতে সন্ধের প্রার্থনা চলার সময় ভয়াবহ বিস্ফোরণে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ওই বিস্ফোরণের ঘটনায় ৪০ জনের মতো আহত। তালিবান সরকারের এক গোয়েন্দা সংবাদ মাধ্যমকে  জানিয়েছিলেন, ওই মসজিদের ইমাম যে জায়গা থেকে প্রার্থনা পরিচালনা করেন, সেখানে বিস্ফোরক রাখা ছিল। তিনি বলেন, “যখন ভয়াবহ বিস্ফোরণটি হয় তখন তালিবানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মৌলভি আমির কাবলি নামাজের নেতৃত্ব দিচ্ছিলেন। ঘটনাস্থলেই তিনি মারা গিয়েছিলেন।” ধর্মগুরুদের নিশানা করে গত ১৫ দিনে কাবুলে তিনটি বিস্ফোরণ হয়।তালিবান অধ্যুষিত আফগানিস্তানে একের পর এক বিস্ফোরণের পিছনে কারা রয়েছে, এই নিয়ে প্রশ্ন ছিলই। একজন প্রত্যক্ষদর্শী নাকি জানিয়েছেন, যেহেতুই মাদ্রাসাটি এক তালিবান ধর্মগুরু দ্বারা পরিচালিত হত সেই কারণে এই বিস্ফোরণে নিহত ও আহতদের মধ্য কয়েকজন তালিবান মুজাহিদিন সদস্যও রয়েছেন। গত অাগস্টে আমিরুল্লাহ সালহে ও আহমেদ মাসুদের প্রতিরোধ ভেঙে চুরমার করে আফগানিস্তানের দখল নিয়েছিল তালিবান। প্রতিরোধ বাহিনীর বেশিরভাগ সদস্য হয় মারা গিয়েছেন অথবা তাজিকিস্তানে পালিয়ে গিয়েছেন। অনেকে আবার তালিবানের কাছে আত্মসমর্পণের পর তালিবানে যোগদান করেছেন।আফগানিস্তানের বেশিরভাগ বিস্ফোরণের ঘটনায় আইসিস জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলেই জানা যায়।

Loading