সোমালিয়া ওয়েব নিউজ: ‘বিক্রম বেদা’ ছবির টিজারে স্বমহিমার নজর কাড়লেন দুই তারকা। টানটান অ্যাকশন আর দুঁদে অভিনয়ে ১ মিনিট ৫৪ সেকেন্ডের টিজার জমজমাট। এদিন মুক্তি পেয়েছে পুষ্কর গায়ত্রী পরিচালিত ‘বিক্রম বেদা’ ছবির টিজার। সোশ্যাল মিডিয়ায় এই ছবির টিজার শেয়ার করে নিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। চলতি বছরের আগামী মাসের ৩০ তারিখ অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। এই সিনেমায় সইফ আলি খানের চরিত্রের নাম বিক্রম। তাঁর চরিত্র একজন পুলিশ অফিসারের। অন্যদিকে ঋত্বিকের চরিত্র একজন গ্যাংস্টারের । তাঁর চরিত্রের নাম বেদা। টিজারেই বোঝা যায়, এই ছবির পরতে পরতে রয়েছে রহস্য, অ্যাকশন আর গল্পের বাঁক। এর আগে সোশ্যাল মিডিয়ায় ‘বেদা’ হিসেবে নিজের লুক শেয়ার করে ঋত্বিক লিখেছিলেন, ‘বিক্রম বেদার যাত্রা শুরু হয় মহামারী এবং অনিশ্চয়তার সঙ্গে তার নিজস্ব বাহ্যিক চ্যালেঞ্জ নিয়ে…। ছবির টিজার প্রকাশিত হওয়ার পরেই নেটপাড়ায় উন্মাদনা তুঙ্গে।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল