সোমালিয়া ওয়েব নিউজ: পার্থ চ্যাটার্জ্জী ও অনুব্রত মণ্ডলকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল বিরোধী বিজেপি, সিপিএম ও কংগ্রেস- প্রতিটি দল নিজেদের মত করে আন্দোলন করছে। কোথাও বা দেওয়ালে স্লোগান লেখা পোস্টার এঁটে দেওয়া হচ্ছে । এবার সেই পোস্টার পড়ল গুসকরা পুরসভার ৬ নং ওয়ার্ডের শান্তিপুর কলোনিতে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত ২২ শে আগষ্ট রাতের অন্ধকারে কে বা কারা রাতের অন্ধকারে পাড়ার দুর্গা মন্দিরের দেওয়ালে দুটি পোস্টার সেঁটে দেয়। তার একটিতে হলুদ কাগজের উপর লেখা আছে – ‘গাড়ি নিবি, গাঁজা কেসে জেলে যাবি’- গরুচোর। লক্ষ্য অনুব্রত মণ্ডল এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। অপরটিতে সাদা কাগজের উপর লেখা আছে – ‘চোর ধরো জেলে ভরো, হকের দাবী আদায় করো’- SFI. লক্ষ্য পার্থ চ্যাটার্জ্জী। দ্বিতীয়টি স্পষ্টতই সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নাম উল্লেখ থাকলেও হলেও প্রথমটিতে কোনো সংগঠনের নাম লেখা নাই।তবে স্হানীয়দের অনুমান যেভাবে দুটো পোস্টার পাশাপাশি আছে এবং দুটো পোস্টারেই লাল কালির ছোঁয়া আছে তাতে মনে হচ্ছে দুটো পোস্টার একটাই রাজনীতি দলে। ৬ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অমিতাভ মজুমদার বললেন – সকালে একজন ফোন করে পোস্টারের কথা বললে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখি। সঙ্গে সঙ্গে দলের উর্ধ্বতন নেতৃত্বকে জানাই। একইসঙ্গে দলের কর্মীদের সংযত থাকার পরামর্শ দিই।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক