October 5, 2025

ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, কৌতুহলী নেটপাড়া

সোমালিয়া ওয়েব নিউজ: পরিচালক সায়ন্তন ঘোষাল ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন। শুক্রবার ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০১ তম জন্মদিন আর সেই উপলক্ষেই সায়ন্তনের সারপ্রাইজ শাশ্বাত চট্টোপাধ্যায়। সায়ন্তন তাঁর পরবর্তী ছবি, “যমালয়ে জীবন্ত ভানু” তৈরি করবেন। ইতিমধ্যেই ছবিটি নিয়ে নানা পরীক্ষা-নিরক্ষা করে ফেলেছেন পরিচালক । আর ভানু বন্দ্যোপাধ্যায় চরিত্রে তাঁর একমাত্র পছন্দ শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর  মতে , “শ্রী ভানু বন্দ্যোপাধ্যায়, বাংলার রূপলি পর্দার জগতে এক অবিস্মরণীয় নাম। যুগের সঙ্গে সব কিছু পাল্টালেও আপামর বাঙালির মনে তাঁর জায়গা আজও আগের মতোই উজ্জ্বল। ১০১ তম জন্ম বার্ষিকীতে তাঁকে আমারা শ্রদ্ধার্ঘ জানাব এমন একটি গল্প দিয়ে যাতে তাঁর অভিনীত চিরস্মরণীয় দৃশ্যগুলি তো থাকবেই সঙ্গে সঙ্গে সম সাময়িককালের কিংবদন্তী অভিনেতাদের স্মৃতি ও রঙিন হয়ে উঠবে বাঙালির হৃদয়ে। তাই গল্পের নাম যমালয়ে জীবন্ত ভানু।তবে যমালয়ে জীবন্ত ভানু কোনও ভাবেই ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক  নয়। নিজের মতো স্বাধীনভাবে চিত্রনাট্য তৈরি করেছেন সায়ন্তন এবং সেটাই সেলুলয়েডে রূপ পাবে। যেহেতু তথাকথিত বায়োপিক নয় সুতরাং ভানু বন্দ্যোপাধ্যায়ের সমসাময়িক অভিনেতা বা অভিনেত্রীদের চরিত্রগুলো থাকছে না ছবিতে। আর ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করার জন্য টলিউড তিনি শাশ্বত চট্টোপাধ্যায়ের বিকল্প কাউকে খুঁজে পাননি। এই নতুন ছবি ও শাশ্বাতর অভিনয় নিয়ে কৌতুহলী নেট দুনিয়া।

Loading