October 6, 2025

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে ভারতীয় শিল্পপতি

সোমালিয়া ওয়েব নিউজ: ভারতীয় শিল্পপতি আবারও বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায়। ভারতের শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এই খবর জানা জানি হতেই তোলপাড় শিল্প মহলে। এর মাধ্যমে এশিয়ার কোনো ব্যক্তি এই প্রথম ধনীদের তালিকায় শীর্ষ তিনে স্থান করে নিলেন।খবর এনডিটিভির।
টেসলা সিইও ইলন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোসের পরের স্থানেই রয়েছে গৌতমের নাম। বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিটনের সহ-প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্টকে ছাপিয়ে তৃতীয় স্থান দখল করেছেন তিনি।৬০ বছর বয়সি ভারতীয় এই শিল্পপতির মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার।টেসলা সিইও ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। আর অ্যামাজনের প্রতিষ্ঠাতা সিইও জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। ভারতীয় এই শিল্পপতির নাম এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর তা নিয়ে খুশির জোয়ার ভারত জুড়ে।

Loading