October 6, 2025

টলিপাড়ার সেলিব্রিটিদের সিদ্ধিদাতা গণেশের আরাধনা

সোমালিয়া ওয়েব নিউজ: ছেলের আবদার মেনে বাড়িতে নিজের মতো করে গণেশ পুজো করেন অভিনেত্রী শ্রাবন্তী। এবারও বাড়িতে গণেশ পুজো করেছেন আর গণপতির আরাধনায় তাঁকে  সাহায্য করেছেন তাঁর  ছেলে ঝিনুক। ছেলে  গণেশের বড় ভক্ত তাই তাঁর  আবদার মেনে ঘরোয়া ভাবে গণেশ পুজো করে থাকেন শ্রাবন্তী।টলিপাড়ায় সবথেকে বেশি দিন ধরে গণেশ পুজো করে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী পাপিয়া দেবরাজন। এবারও তাঁর ধারাবাহিক “ক্যানিংয়ের মিনু ” এর লাইট ক্যামেরা আকশনের এর ব্যস্ততা সরিয়ে সিদ্ধিদাতা বিনায়কের উপাসনায়  মেতেছেন পাপিয়া। তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন ক্যানিংয়ের মিনুর টিমেৱ সদস্যরা। পাপিয়া জানালেন যে, টলিউডে যখন গণেশ পুজোর চল সেভাবে ছিল না, প্রায় ১৭ বছর আগে তিনি পুজো চালু করেন। অভিনেত্রী সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়ও গণেশ বন্দনা করলেন। ছোট্ট ছেলেকে নিয়ে গণপতি উৎসবে শামিল তিনিও। এবারও সুদিপা  তাঁর  শাড়ির বুটিকে গণেশের পুজো করেছেন এবং সুদীপার কথায় “প্রতিবারই পুজো শেষ হয়ে যাওয়ার পর তাঁর ছোট্ট ছেলে গণেশের বিসর্জনকে  ঘিরে  কান্না জুড়ে দেয় । গণেশ বিসর্জন দেওয়া যাবে না । তাই সুদীপা সারা বছরই তাঁর স্টোরে গণেশের মূর্তিটি রেখে দেন।সবমিলিয়ে টলিপাড়ায় রীতি মেনেই গনেশ আরাধনা।

Loading