October 5, 2025

ষাঁড়ের তাড়া খেয়ে পালালো বাঘ বাবাজী, ভাইরাল ভিডিও

সোমালিয়া ওয়েব নিউজ: ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দার একটি ভিডিও টুইটারে আপলোড করার পর থেকেই ভাইরাল। সেখানে দেখা গিয়েছে, একটি ষাঁড়ের তাড়া খেয়ে পালিয়ে গিয়েছে বাঘ। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, জঙ্গলের মাঝে ঝোপের মধ্যে ওত পেতে বসে রয়েছে একটি বাঘ। আর পাশের রাস্তা দিয়ে হেঁটে আসছে একটি ষাঁড়। দেখে বোঝা যাচ্ছে যে বাঘটিকে হয়তো নজর করেনি সে। তবে যখন বাঘটি ওই ষাঁড়ের নজরে এসেছে তখন আর এক মুহূর্তও সময় নষ্ট করেনি সে। তেড়ে গিয়েছে বাঘটির দিকে। সাধারণত হয়তো ষাঁড়ের তাড়া খেয়ে বাঘ পলায়ন করে না। তবে এক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। ষাঁড়টিকে ওভাবে ধেয়ে আসতে দেখে কার্যত লেজ গুটিয়ে পালাতে দেখা গিয়েছে বাঘটিকে। রাস্তা দিয়ে এগিয়ে আসতে দেখা গিয়েছে ষাঁড়টিকে। মুখের সামনে শিকার দেখতে পেয়ে সন্তর্পণে ষাঁড়টির উপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল বাঘটি। তবে সেই পদক্ষেপে মোটেই সফল হয়নি সে। বরং বাঘটিকে দেখে তাড়া করেছিল ষাঁড়টি।আর এই ভিডিও ভাইরাল নেট দুনিয়া।

Loading