সোমালিয়া সংবাদ, আরামবাগ: ‘পুলিশ ডে’ উপলক্ষে বৃহস্পতিবার আরামবাগ থানা ও আরামবাগ মহিলা থানার উদ্যোগে এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হল। এই উপলক্ষে পুলিশের পক্ষ থেকে আরামবাগ শহরে এক শোভাযাত্রা বের করা হয়। ওই শোভাযাত্রা থেকে এলাকার নিরাপত্তা রক্ষা সম্পর্কে কি কি করণীয় সে ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পরে আরামবাগ গার্লস কলেজে ছাত্রীদের নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ, আরামবাগ মহিলা থানার ওসি ঝর্ণা দাস, আরামবাগ গার্লস কলেজের অধ্যক্ষ সৈয়দ সাজেদুল ইসলাম সহ কলেজের অন্যান্য অধ্যাপক- অধ্যাপিকা এবং ছাত্রীরা। এদিন প্রত্যেক ছাত্রীর হাতে একটি করে পুষ্পস্তবক ও স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। কিভাবে সব সময় নিজেদেরকে নিরাপদ রাখতে হবে সে ব্যাপারে আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ সময়োচিত বক্তব্য রাখেন। তিনি জানান, এই মুহূর্তে সাইবার ক্রাইম একটা বড় সমস্যা। তাই সব সময় এ ব্যাপারে প্রত্যেককে সচেতন থাকতে হবে। কোনভাবেই কারও সঙ্গে ওটিপি শেয়ার করা যাবে না। কারও কথায় বেশি প্রভাবিত হয়ে কখনোই ভিডিও কল করা উচিত নয়। তা থেকে ভবিষ্যতে বিপদ দেখা দিতে পারে। এছাড়াও অজানা নাম্বার থেকে ফোন ধরা, কোন কিছু লিংক শেয়ার করা ইত্যাদি ব্যাপারেও তিনি ছাত্রীদের সচেতন করেন। এদিন ‘পুলিশ ডে’ উপলক্ষে আরামবাগ গার্লস কলেজের পক্ষ থেকে পুলিশদের শুভেচ্ছা জানাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি