October 5, 2025

বলিউডে পা রাখছেন আরিয়ান খান, তোলপাড় নেট দুনিয়া

সোমালিয়া ওয়েব নিউজ: শাহরুখ খান পুত্র নাকি ওয়েব সিরিজের পরিচালনা করতে চলেছেন।এমনটাই জানা যাচ্ছে বলিপাড়া সূত্রে।কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল অন্য ছবি। গ্ল্যাম দুনিয়ায় পা রেখে ফেললেন আরিয়ান।
একটি বিজ্ঞাপনের কিছু ছবি শেয়ার করেছেন আরিয়ান। এক জনপ্রিয় জুতোর ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। ভিন্ন ভিন্ন পোজে কয়েকটি ছবি শেয়ার করেছেন আরিয়ান। বাবা শাহরুখের সঙ্গে তাঁর হুবহু মিল দেখে অবাক নেটিজেনরা।
ছেলের লুক এবং নিজের সঙ্গে মিলের ভূয়সী প্রশংসা করেছেন শাহরুখ। আরিয়ানকে নিয়ে বাস্তবিকই গর্বিত তিনি। আগে সোশ্যাল মিডিয়ায় তেমন দেখাই মিলত না আরিয়ানের। উপরন্তু মাদক মামলায় গ্রেফতারির পর একেবারেই সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি বেশ ঘনঘনই দেখা মিলছে আরিয়ানের।
মাদক মামলায় বেকসুর খালাস পাওয়ার তিন মাস পর ইনস্টাগ্রামে প্রথম ছবি শেয়ার করেন আরিয়ান। না, কোনো পার্টির ছবি নয়। নিজের পরিবারকেই গুরুত্ব দিয়েছিলেন আরিয়ান। ছোটবোন সুহানা ও ভাই আব্রামকে জড়িয়ে ধরে পোজ দেন তিনি। সঙ্গে ক‍্যাপশনে লেখেন, ‘হ‍্যাটট্রিক’। মাদক মামলার দুঃসময় কাটিয়ে আবার জীবনের মূল স্রোতে ফেরার চেষ্টা করছেন আরিয়ান।সবমিলিয়ে তাঁর বলিউডে পা ফেলা নিয়ে উৎসাহ তুঙ্গে নেটপাড়ায়।

Loading