সোমালিয়া ওয়েব নিউজ: সারা দেশে প্রায় এক কোটিরও বেশি মাহাতো কুর্মি সমাজের মানুষ বসবাস করেন। ভারত বর্ষের মূলত কয়েকটি রাজ্যে, পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খন্ড, ওডিশা, ছত্রিশগড় কুর্মি মাহাতোদের বসবাস। মাহাতো কুর্মি সমাজকে তপশিলি উপজাতি হিসাবে স্বীকৃতি দিতে হবে। এই দাবিতে আন্দোলন শুরু হয় পুরুলিয়ায়। এই মাহাতো কুর্মি সমাজের মূল নেতাদের থেকে জানা যায় আন্দোলন চলবে অনির্দিষ্ট কালের জন্য। কোনো সময় সীমা তারা জানাই নি। রেল স্টেশন এর ভিতর মাইক লাগিয়ে চললো সারাদিন নেতাদের ভাষণ ও বক্তৃতা। তৈরী হয়েছে বিশাল আকারের বড় প্যান্ডেল। যেখানে প্রায় কয়েক হাজার মানুষ থাকতে পারবেন নির্বিগ্নে। করা হয়েছে খাওয়ার ব্যবস্থা । কুর্মি সমাজের নেতাদের দাবি তাদের ৭০ বছরের দাবি দাওয়া সরকারকে মেনে নিতে হবে। আর দাবি না মানলে আন্দোলন দীর্ঘায়িত হবে । দুই সরকার তথা কেন্দ্র ও রাজ্যকে তাদের দাবি তৎক্ষণাৎ কার্যকর করতে হবে। আর আন্দোলন এর মুখ্য দাবি হলো মাহাতো কুর্মি সমাজ কে তাপসীলি উপজাতি হিসাবে মর্যাদা দিতে হবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে মাহাতো কুর্মি সমাজকে।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর