October 5, 2025

ছয়টি পিলারের বিস্ময়কর সেতু ক্রোয়েশিয়ায়

সোমালিয়া ওয়েব নিউজ: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে খুলে গেল পেলজেসাক সেতু। এই সেতুটি নির্মাণ করেছে চীন। সেতুটি নির্মাণে খরচ হয়েছে ৪২৭৪ কোটি টাকার বেশি। সেতুটি নির্মাণের ফলে ক্রোয়েশিয়ার দুব্রোভনিক শহরে যাওয়া এখন খুবই সহজ হয়ে গেলো। স্থানীয় গণমাধ্যম এই সেতুটিকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছে। ২.৪ কিমি ক্যাবল দিয়ে তৈরি এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ১.৫ মাইল।এই সেতু নির্মাণের ফলে ‘মধ্যযুগীয় প্রাচীরের শহর’ ডুব্রোভনিক পৌঁছানো সহজ হলো অনেকটাই। এই সেতুটি ৬টি পিলারের উপর স্থাপিত। একই সঙ্গে সেতু নির্মাণের ফলে ক্রোয়েশিয়ার দক্ষিণাঞ্চলও পেলজেসাইকাক উপদ্বীপের সঙ্গে যুক্ত হয়েছে। এই সেতু উদ্বোধনের পরে ফাটানো হয় প্রচুর পরিমাণ আতশবাজি, একটি এয়ার শোও আয়োজন করা হয়েছিল এই সেতুতে।ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ একে ঐতিহাসিক মুহূর্ত বলেছেন। তিনি টুইটারে এই সেতুর ছবিও শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, সেতুটি উদ্বোধনের পর সেখানে প্রচুর আতশবাজি ফাটানো হয়।

Loading