সোমালিয়া ওয়েব নিউজ: এলিয়েনদের নিয়ে মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। বিজ্ঞানীরা ইতিমধ্যেই নাকি এলিয়েনদের দুনিয়ার সাথে যোগাযোগ করতে পেরেছে। পাশাপাশি, বিজ্ঞানীরা প্রতিনিয়ত মহাকাশের একটি কোণ থেকে পৃথিবীতে আসা নির্দিষ্ট কিছু সিগন্যাল পাচ্ছেন বলেও জানা গিয়েছে। যেগুলিকে রেকর্ড করা হয়েছে। মূলত, এগুলি হল নতুন ধরণের রেডিও সংকেত। যা সাধারণ ফাস্ট রেডিও বার্স্ট থেকে আলাদা। এদিকে, যেখান থেকে সংকেতগুলি আসছে, সেইদিকে বিজ্ঞানীরা ৯১ ঘন্টা ধরে রেডিও টেলিস্কোপ মারফত নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ চালিয়ে যান। সেখানে ৮২ ঘণ্টার ব্যবধানে ১,৮৬৩ টি সংকেত এসেছে বলে খবর পাওয়া গিয়েছে।
মূলত, এই সংকেতগুলি আসছে আমাদের পৃথিবী থেকে বহুদূরে থাকা একটি গ্যালাক্সি থেকে। যে জায়গা থেকে সিগন্যালগুলি আসছে তার নাম FRB 20201124A। এটি চিনের ফাইভ হান্ড্রেড মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ (ফাস্ট) দ্বারা ধরা হয়েছে। উল্লেখ্য যে, চিনের পিকিং বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী হেং শু এই সংকেতগুলোকে নিয়ে গবেষণা করছেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, সেই গ্যালাক্সিতে একটি ম্যাগনেটার বা নিউট্রন স্টার রয়েছে। যেটি এই রেডিও সংকেতগুলি পাঠাচ্ছে। ওই নক্ষত্রের একটি খুব উচ্চ চৌম্বক ক্ষেত্র আছে।
More Stories
আলকুশি
শিশুর বিকাশে সংগীত শিক্ষা অপরিহার্য: গবেষণা জানাচ্ছে নতুন দিগন্তের কথা
চাঁদের পূর্ণগ্রহণ আজ : আকাশজুড়ে ‘রক্তচাঁদ’-এর বিরল দৃশ্য