সোমালিয়া ওয়েব নিউজ: করিনা কাপুরকে গাড়ি থেকে নামতেই তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য এগিয়ে আসে ভক্তরা। রীতিমত গায়ে গাত দেওয়া থেকে শুরু করে ব্যাগ খুলে যাওয়া, সমস্তটাই ঘটতে থাকে চোখের পলকে। যদিও করিনা কাপুর খান বিন্দুমাত্র মেজাজ হারাননি ওই ঘটনায়। তিনি ঠাণ্ডা মাথায় সমস্তটা এড়িয়ে ভিতরে প্রবেশ করেন।এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। সমালোচিতও হয়। তবে ভক্তদের সঙ্গে এমন ঘটনা প্রায় ঘটতে থাকে। কয়েকদিন আগেই রণবীর সিং-কে দেখার জন্য দক্ষিণ ভারতের পুরস্কার বিররণী অনুষ্ঠানে ধস্তাধ্বস্তিতে গালে লেগে যায় তাঁর। যা নিয়েও রাতারাতি ভাইরাল হয়েছিল ভিডিয়ো। কখনও কখনও ভক্তরাই নিজেরা বিপদের মুখে পড়ে যান। তবে ভিড় ছিল না করিনা কাপুরের ক্ষেত্রে। কয়েকজনের মাঝেই ঘটে যায় এমন অপ্রীতিকর ঘটনা।আর সেই ভিডিও ভাইরালও হয়ে যায়।
![]()

More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল